ঝালকঠিতে মাদক দ্রব্যের অপব্যাবহার রোধকল্পে সামাজিক আন্দলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ঝালকাঠির সার্কিট হাউজ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতির সভাপতিত্বে কর্মশালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশাল এর অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু, ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেল প্রশান্ত কুমার দে, ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিন ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর ঢাকা এর উপ-পরিচালক মাঞ্জুরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।
উদ্বোধনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিতোষ কুমার কুন্ডু ও কর্মশালার কী-নোট উপস্থাপন করেন মাঞ্জুরুল ইসলাম। জেলার চারটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রশাসন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও সাংবাদিকসহ ৮০ জন এই কর্মশালায় অংশগ্রহন করে। অংশগ্রহনকারীদের মধ্য থেকে ৯টি গ্রুপ করে গ্রুপভিত্তিক সুপারিশমালা উপস্থাপন ও গ্রহন করা হয়।ঝালকাঠি জেলা প্রশাসনের আযোজনে ও মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠি সহযোগিতায এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com