“তরুনদের হাতে গড়বো দেশ,আমারসোনার বাংলাদেশ”¯েøাগানে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সাইকেল র্যালি। ভাষার মাসে মাদক বিরোধী প্রচারা উপলক্ষে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এর সহযোগিতায় ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস এ আয়োজন করে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে। সরকারি বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় যুবকরা শতাধিক সাইকেল নিয়ে র্যালিতে অংশ গ্রহণ করে।
র্যালি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক করুন কুমার কর্মকার।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল কাদের,শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. ছবির হোসেন,বধ্যভূমি সংরক্ষণ সংগঠনের সভাপতি হাসান মাহামুদ,ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস সভাপতি শাকিল রনি,সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি প্রমুখ।শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যালিটি একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।