ঝালকাঠিতে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা বিষয় উঠান বৈঠক

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠিতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে মা ও শিশু, প্রজনন স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় ঝালকাঠি শহরের ৩ নং ওয়ার্ডের পুলিশ লাইন্সের পিছনে বেদে পল্লীর সরদার বাড়ির আঙ্গিনায় উঠান বৈঠক হয়েছে। ঝালকাঠি ৩নং ওয়ার্ড কাউন্সিলর এস এম আল-আমিন, সাবেক যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান। অন্যদের মধ্যে পরিবার পরিকল্পনা বিভাগের পৌরসভা সুপারভাইজার মামুন সিকদার ও স্থানিয় গন্যমান্য ব্যাক্তিরা বক্তব্য রাখেন। উঠান বৈঠকে ৭০জন মা ও কিশোরিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি প্রদান করা হয়।

আয়েশা আক্তার/অননিউজ24

আরো দেখুনঃ