ঝালকাঠিতে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡র থেকে ২ হাজার বিভিন্ন শ্রেণির জন সাধারণের অংশগ্রহনে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান প্রধান সড়কঘুরে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী র্যালিতে নেতৃত্ব দেন এবং আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মোঃ শাহ আলমসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৭দিন ব্যাপি মেলায় ৯০টি স্টলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্বাধীনতার ৫০ বছরের অর্জনকে তুলে ধরে স্ব-স্ব বিভাগের কার্যক্রম তুলে ধরবেন। এছাড়াও প্রতিদিন বিষয়ভিত্তিক প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা রাখা হয়েছে। জেলা প্রশাসন এই কর্মসূচি বাস্তবায়ন করছে।