ঝালকাঠি উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্র অরণব মন্ডল গুরুতর আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি পৌরমিনি পার্কে সহপাঠি অর্ক গ্রুপ ও সোহেলের মধ্যে মারামারি সময় অরণব থামাতে গিয়ে আহত হয়ে এবং তার একটি হাত ভেঙ্গে যায়।
জানা গেছে দুদিন পূর্বে ক্লাসে বসা নিয়ে সোহেল ও অর্কর মধ্যে মতবিরোধে র সূত্র ধরে এই ঘটনা। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় কিশোর গ্যাং শ্রেণির ছাত্ররা স্কুল শুরুর পূর্বে এবং ক্লাস শেষে পৌর মিনিপার্কে আড্ডা জমায় এবং প্রায়সয়ই মারামারির ঘটনা ঘটছে। উতো পূর্বে জেলা প্রশাসন বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা করে সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষার্থীদের এই পার্কে আড্ডা প্রতিহত করছিল।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।