ঝালকাঠিতে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বুধবার বিকেল ৪ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক, ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার ময়নুল ইসলাম,ইউপি চেয়ারম্যান গোলাম মাসুম শেরানী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন করেছেন। আজ আমার বঙ্গবন্ধু জন্য স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।