মুজিব বর্ষ উপলক্ষে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ঝালকাঠি সদর উপজেলায় কৃষি যান্ত্রিকীকরন কর্মসূচির আওতায় উপজেলাধীন ১০টি ইউনিয়নের চাহিদাভিত্তিক কৃষকদের মধ্যে ১০টি ধান মারাই মেশিন বিতরন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় ১০ জন কৃষককে এই মেশিন দেয়া হয়েছে। ১ লক্ষ ১৭ হাজার টাকা মূল্যের এই মেশিনের বিপরিতে সরকার ৫০ হাজার টাকা ভর্তুকি দিয়েছে এবং কৃষককে অবশিষ্ট টাকা দিতে হয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় এই জাতীয় মেশিনের জন্য ১১১ জন কৃষকের আবেদন ছিল।
কৃষি যন্ত্রপাতি বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবেকুন নাহার কৃষকদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে এই কৃষি যন্ত্র হস্তান্তর করেন। জেলা কৃষি সম্প্রসারন বিভাগের জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সুলতানা আফরোজ, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ খাদিজা ও কৃষি বিভিাগের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ হান্নান খান এবং মোঃ আসাদুজ্জামান সহ কৃষকরা উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।