ঝালকাঠিতে সড়ক সংস্কার না করে ফেলে রাখায় অবরোধ
ঝালকাঠি প্রতিনিধি।।
প্রায় দুই বছরেও দপদপিয়া-নলছিটি সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কাজ শেষ না হওয়ায় সড়ক অবোরোধ কর্মসূচি পালন করেছে ভুক্তভ’গীরা। দীর্ঘ দিন ধরে রাস্তার কাজ ফেলে রাখায় ভোগান্তীতে পরে মানুষ। এর আগেও সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে কয়েকদফা মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা নলছিটির কুমারখালী এলাকায় সড়ক অবরোধ করে রাখে। পরে ঝালকাঠির সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে সড়কটির বাকি সংস্কার কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
অবোরোধকারীরা জানান, ঝালকাঠির নলছিটি থেকে বরিশাল বিভাগীয় শহরে যাতায়াতের প্রধান সড়কের সংস্কার কাজ শুরু হয়েছিল প্রয় ২বছর আগে। এরপর থেমে থেমে একতৃতীয়াংশ কাজ শেষ করা হয়। সড়কটির বাকি অংশে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে এ সড়কের অচল অবস্থা না কাটায় এ অবরোধ করা হয়েছে বলেও জানান ভূক্তভোগীরা।
আয়েশা আক্তার/অননিউজ24