নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির ২০২০-২০২১ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা(ভার্চুয়ালী) প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলার ৩৭টি মহিলা সমিতির মধ্যে ১০ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ৫০ হাজার টাকা করে ২টি সমিতিকে ১লক্ষ টাকা এবং অন্য ৩৫টি সমিতিকে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত অনুধান প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করেছে।
জেনিফার_______৯ সেপ্টেম্বর ২১