ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৫দিন ব্যাপি ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। শনিবার সকালে ঝালকাঠির জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেছেন। জেলার ৪টি উপজেলার ২৪ জন ১৫ বছর বয়সি ফুটবল খেলোয়ার এই ক্যাম্পে অংশগ্রহণ করছে। প্রশিক্ষণ শেষে খেলোয়ারদের দক্ষতা অনুযায়ী চুড়ান্তভাবে ৭জনকে বাছাই করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ডেভলপমেন্ট কাপ প্রতিযোগীতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য পাঠানেরা হবে।
শনিবার সকালে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এই উদ্বোধনি অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি তরুণ কর্মকার, সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, নির্বাহী সদস্য মানিক রায়, গালিব মাহমুদ ও মোঃ নাসির উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের দায়ীত্ব পালন করছেন ফুটবল কোচ মোশারফ হোসেন ও সহযোগী কোচ রয়েছেন মোঃ নুর নবী ।