ঝালকাঠির প্রায়ত সাংস্কৃতিক সংগঠক দুলাল দাসের মৃত্যুজনিত কারণে তার সংগঠনের নামে সরকারি বরাদ্দের অনুদানের চেক তার স্ত্রী কৃষ্ণা রাণী দাসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের পক্ষে এনডিসি মোঃ বশির গাজী চেক তুলে দেন। প্রায়ত দুলাল দাসের ৩টি সংগঠনের নামে ৯৫ হাজার টাকার সরকারি অনুদান বরাদ্দ করা হয়েছিল। চেক বিতরণ অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক হাবিবুর রহমান হাবিল সহ কতিপয় সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন। দুলাল দাসের মৃত্যুর কারণে তার চেক বিতরণ স্থগিত রাখা হয়েছিল।