ঝালকাঠি প্রেসক্লাবে নব নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি ২ বছরের জন্য প্রেসক্লাব পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার দিবাগতরাত ৭টায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও নতুন কমিটির সহ-সভাপতি মোঃ আক্কাস সিকদার নতুন কমিটির সাধারণ সম্পাদক মানিক রায়ের কাছে আনুষ্ঠানিকভাবে দয়িত্ব হস্তান্তর করার মধ্যদিয়ে নতুন কমিটির যাত্রা শুরু হলো।
বিদায়ী কমিটির সভাপতি চিত্ত রঞ্জন দত্তের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নির্বাচন পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আনোয়ার হোসেন আনু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি কাজী খলিলুর রহমান,নবনির্বাচিত সহ-সভাপতি মাসুদুল আলম, সম্পাদক মানিক রায়, নতুন কমিটির সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, নির্বাহী সদস্য মু. আব্দুর রশিদ, মাঈনুল হক লুপু, আব্দুল জলিল এবং প্রেসক্লাব সদস্যদের মধ্যে জহিরুল ইসলাম জুয়েল ও শফিকুল ইসলাম সৈকত বক্তব্য রাখেন। গত ২২ জানুয়ারি প্রেসক্লাব নির্বাচনে কাজী খলিলুর রহমান সভাপতি ও মানিক রায় সাধারণ সম্পাদকসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়েছে।