ঝালকাঠিতে বিচার বিভাগ ও আইনজীবিদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার জন্য প্রীতি ব্যাটমিন্টন টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা জজ আদালতের ইনডোর গ্রাউন্ডএ অনুষ্ঠিত ফাইনালে জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ এবং তার পার্টনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল জজ এম এ হামিদ জুটি ২-০ সেটের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। তারা আইনজীবি সমিতির জুটি এ্যাডভোকেট কার্তিক দত্ত ও বদরুল মিল্লাত খোকনকে পরাজিত করেছে।
উভয় বিচারক বিভাগের ৪ টি দল ও আইনজীবি সমিতির ৪টি দল সহ মোট ৮ টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে জেলা ও দায়রা জজ পুরুস্কার বিতরণ করেন। ঝালকাঠি চেম্বার অব কমার্স সভাপতি মনিরুল ইসলাম তালুকদার এই টুর্নামেন্টে স্পনসার ছিলেন। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ, অন্যদের মধ্যে জেলা আইনজীবি সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান রসুল, সাধারণ সম্পাদক ও চেম্বার সভাপতি মনিরুল ইসলাম তালুকদার বক্তব্য রাখেন।