ঝালকাঠির রাজাপুরে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহাগ সিকদার (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহাগের কাছ থেকে ২৩৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।সোহাগ উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
এ ঘটনায় শনিবার রাতে র্যাবের ডিএডি মো. নুর ইসলাম বাদী হয়ে সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে রাজাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। রাজাপুর থানা ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল জানান, র্যাবের করা মামলায় সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে আজ (৬মার্চ) রবিবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।