অসকস বাংলাদেশ ( অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি) ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ২৬ নভেম্বর বিকাল ৪ টায় স্থানীয় নোহা গার্ডেনে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অসকস এর পক্ষ থেকে ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড, খান সাইফুল্লাহ পনির ও ঝালকাঠি জেলা পরিষদ সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মো, সাঈদুর রহমান সিন্টুকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এ দু'জনকেই সংগঠনের উপদেষ্টা করা হয়।
ঝালকাঠি অসকস এর সভাপতি অবসরপ্রাপ্ত কর্পোরাল মো, সেলিম হাওলাদার - সিএমপি'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ সদস্য আওয়ামিলীগ নেতা মো, সাঈদুর রহমান সিন্টু।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ঝালকাঠি অসকস এর প্রধান উপদেষ্টা অব: ওয়ারেন্ট অফিসার মো: শাখাওয়াত হোসেন -বীর, আইন বিষয়ক উপদেষ্টা অব: ওয়ারেন্ট অফিসার মো. মনিরুল ইসলাম-ইবি, সমাজ কল্যান উপদেষ্টা অব: ওয়ারেন্ট অফিসার মো: আঃ আউয়াল, তথ্য কল্যান উপদেষ্টা অব: ওয়ারেন্ট অফিসার মো. আঃ জব্বার হাওলাদার এএমসি, অব: সার্জেন্ট মো. মাহাবুব ইবি সহ সভাপতি, অব: সার্জেন্ট মো: সেলিম সিএএমপি প্রমূখ।
অব: সার্জেন্ট মো: মাহবুব খান, ইবি সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা এডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, “অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি ঝালকাঠি শাখার কার্যক্রম চালু করায় সংগঠনের নেতৃবৃন্দকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ আ’লীগ ঝালকাঠি জেলা শাখা তাদের ভালো কাজের সার্বিক সহযোগীতা করবে। আমার এ ধরনের সংগঠনের কল্যান ও সমৃদ্ধি কামনা করছি।”
আয়েশা আক্তার/অননিউজ24