ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বুধবার সকাল ১০টায় সভাপতি মক্তিযোদ্ধা আঃ মন্নান রসুলের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় সম্পাদক আ. ফ. ম মোস্তাফিজুর রহমান সাংগঠনিক রিপোর্ট ও বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেন।
এই অনুষ্ঠানে নবাগত ১০ জন আইনজীবিকে ক্রেস্ট প্রদান করা হয়। সভায় সম্পাদকের রিপোর্টের উপরের নবিন-প্রবিণ কতিপয় আইনজীবি বক্তব্য রাখেন। ২০২১-২২ অর্থ বছরে ২২ লক্ষ ৪৫ হাজার ২৮৮ টাকা আয় ও ২০ লক্ষ ৪৪ হাজার ৭৯৭ টাকা ব্যায় দেখানো হয়েছে। বর্তমানে স্থিতি রয়েঠে ৪ লক্ষ ৭১ হাজার ৭৬৩ টাকা। আয়ের খাতে সর্বাধীক আয় ওকালত নামা থেকে আয় ১৪ লক্ষ ৫৭ হাজার ২৯০ টাকা, হাজিরা থেকে ৩ লক্ষ ৫৩ হাজার ৫৮৬ টাকা ও সদস্যদের মাসিক চাঁদা থেকে ১ লক্ষ ৮৮ হাজার ৮শ টাকা উলেœখ যোগ্য খাত।
ব্যায়খাতে কর্মচারীদের বেতন ও বোনাস ১০ লক্ষ ৬ হাজার ৮শ টাকা, হাজিরার কাগজ বন্ড ইত্যাদি ছাপা ও ফটোকপি একলক্ষ ৫৯ হাজার ৯৪৭টাকা উল্লেখ যোগ্য। সাধারণ সভা শেষে বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শুধু নির্বাচন হবে অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছে।