ঝালকাঠির নলছিটিতে সোবাহান খলিফা (৬০) নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃতরা। শনিবার সকালে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের শ্রীরামপুর এলাকার সড়কের পাশে তাঁর লাশ দেখে এলাকাবাসী নলছিটি থানায় খবর দেয়।
ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ পাশে একটি মুঠোফোন উদ্ধার করে পরিবারের কাছে কল দিয়ে লাশের পরিচয় নিশ্চিত হয়। লাশের গলায় মাফলার পেচানো অবস্থায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ষাটপাকিয়া সড়কের পাশে পড়ে থাকা মৃত ব্যক্তির নাম সোবাহান খলিফা। তিনি পেশায় একজন অটোচালক। সে নলছিটি তিমিরকাঠি এলাকার মৃত রসিদ খলিফা ছেলে। সোবাহান প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেড় হয়।
রাতে কোন এক সময় তাঁকে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। তার ইজিবাইক গাড়িটি পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহ পোস্টমর্টেমের জন্য ঝালকাঠি হাসপাতালে প্রেরণ করা হবে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আয়েশা আক্তার/অননিউজ24