ঝালকাঠি জেলায় ২০২২ সালের শিক্ষার্থীদের বিনামুল্যে বিতরন করা পাঠ্য বই আসতে শুরু করেছে

কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠি জেলায় ২০২২ সালের শিক্ষার্থিদের বিনামুল্যে বিতরন করা পাঠ্য বই আসতে শুরু করেছে। ঝালকাঠি জেলায় মাধ্যমিক স্তরের আওতায় ১৩ লক্ষ ২ হাজার ৫০৮ খানা বই ও প্রাথমিক স্তরে ৩ লক্ষ ২৭ হাজার ৬৫১ খানা বই এর চাহিদা রয়েছে। ইতিমধ্যে সোমবার পর্যন্ত প্রাথমিক স্তরে ১ লক্ষ ৫০ হাজার ৮৮৪ খানা বই জেলার ৪টি উপজেলায় পৌছে গেছে। মাধ্যমিক স্তরের বই মুদ্রন শেষ করে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে বলে মাধ্যমিক শিক্ষা অফিস জানান হয়েছে। বই মুদ্রনকারি প্রতিষ্ঠান চাহিদার ভিত্তিতে উপজেলা পর্যায়ে সরাসরি পৌছে দিচ্ছে।

মাধ্যমিক স্তরের আওতায় মাধ্যমিক বিদ্যায়ের শিক্ষার্থিদের ৭ লক্ষ ৭৪ হাজার ৫০৮ খানা বই, মাদ্রাসা প্রতিষ্ঠানের দাখিল শিক্ষার্থিদের জন্য ৩ লক্ষ ২ হাজার ৯৮৯ খানা বই, ইবতেদায়ি শিক্ষার্থিদের জন্য ১ লক্ষ ৮৯ হাজার ৮৬২ খানা বই, কারিগরি ট্রেডের শিক্ষার্থিদের ৫ হাজার ৩৫১ খানা বই, এসএসসি ভোকেশনাল শিক্ষার্থিদের ২৬ হাজার ১৫৮ খানা বই ও দাখিল ভোকেশনাল শিক্ষার্থিদের ৩ হাজার ৬৪০ খানা বই এর চাহিদা রয়েছে। প্রাথমিক স্তরে জেলায় প্রথম শ্রেনীর শিক্ষার্থিদের ৪১ হাজার ৫২৩ খানা বই, দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থিদের জন্য ৪১ হাজার ৬৯৪ খানা বই, তৃতীয় শ্রেনীর শিক্ষার্থিদের জন্য ৮২ হাজার ৪৫৮ খানা বই, চতুর্থ শ্রেনীর শিক্ষার্থিদের জন্য ৮২ হাজার ৮৪২ খান বই ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থিদের জন্য ৭৯ হাজার ১৩৪ খানা বই এর চাহিদা রয়েছে।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ