সূর্যালোক নিউজ প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুকে ঝালকাঠি প্রেস ক্লাবের 'আজীবন সদস্য' করা হয়েছে। সোমবার রাতে অনুষ্ঠিত প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সভায় তাকে এই 'সম্মানিত পদ' দেয়া হয়। ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত এতে সভাপতিত্ব করেন।
হেমায়েত উদ্দিন হিমু দীর্ঘ ৪৪ বছর ধরে সাংবাদিকতা করে আসছেন। ঝালকাঠি প্রেস ক্লাবের 'নিয়মিত সদস্য' হিসেবে যুক্ত ছিলেন- টানা ৪১ বছর। এ সময়ে তিনি প্রায় ১৩ বছর 'সাধারণ সম্পাদক' পদ এবং কয়েকটি মেয়াদে 'নির্বাহী সদস্য' পদের দায়িত্ব পালন করেন।
হেমায়েত উদ্দিন হিমু ৩৩ বছর ধরে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক মুক্তকন্ঠ, দৈনিক দেশ, বিপ্লবী বাংলাদেশ, মাছরাঙা, ইউএনবি, এপিবি, বিডিনিউজসহ বিভিন্ন মিডিয়ায় যুক্ত ছিলেন। ১৯৯২ সালে তিনি ঝালকাঠি থেকে 'সূর্যালোক' নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের করেন (বর্তমানে প্রকাশনা বন্ধ)। তিনি ছিলেন ওই পত্রিকার সম্পাদক-প্রকাশক। সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডেও জড়িত।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।