ঝালকাঠির পুলিশ লাইনস মাঠে মুজিব বর্ষ উপলক্ষে ডি.আইজি কাপ কাবাডি প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় ঝালকাঠি ও নলছিটি উপজেলা সমন্বয় গঠিত টিম রাজাপুর ও কাঠালিয়া উপজেলা সমন্বয় গঠিত টিমকে ৩১-২৯ পয়েন্টে পরাজিত করেছে এবং মহিলা কাবাডি প্রতিযোগিতাও ঝালকাঠি-নলছিটি উপজেলা দল ২১-১৮ পয়েন্টে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা দলকে পরাজিত করেছে।
এই অনুষ্ঠানে বরিশাল রেঞ্জর অতিরিক্ত ডি.আই.জি এ.কে. এম. আহসান উল্লাহ, বরিশাল ডি.আই.জি পুলিশ সুপার নুরুল আমিন, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ সরদার মো: শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদার ,অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ. এস.পি সদর প্রশান্ত কুমার দে, ঢাকা হেড কোয়াটারের অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার ও রাজাপুুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি তরুন কর্মকার ও হাবিবুর রহমান হাবিল এবং সাইদুল হাসান , জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন খান ধলু, যুগ্ম সম্পাদক আবু সাঈদ খান ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সায়েমা আক্তার মনি উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেন, গালিব মাহমুদ ও তাপস রায়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।