ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ওরফে হিল্লোলকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার বয়ড়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, রাকিবুলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। রাকিবুল ঝিনাইদহ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের কাজী গোলাম হায়দারের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফুল আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, সদর উপজেলার বয়ড়াতলা বাজারে কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালায় র্যাবের একটি দল।
র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করার সময় রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় পিস্তল ও তিনটি গুলি। রাকিবুলের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে থানায় মামলা করে তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
আয়েশা আক্তার/অননিউজ24