ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে (২৮ সেপ্টেম্বর) রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া। বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার ইউনিটির সভাপতি এম এ কবীর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি।অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ডিজিটাল প্লাটফর্মে উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মোঃ আব্দুর রউফ। এর আগে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়।
jn