ঝিনাইদহে আওলাদ হোসেন (৭০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে তার ভাতিজারা। সোমবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার যাদবপুর গ্রামের মাঠে কাজ করার সময় কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করে। নিহত আওলাদ ওই গ্রামের সৈয়দ আলীর ছেলে।
নিহতের ভাইরাভাই মতলেবুর রহমান জানান,১০ কাঠা জমি নিয়ে নিহতের বড়ভাই নিয়ামত আলীর তিন ছেলে জহর আলী,শহিদুল ইসলাম ও মহিদুল ইসলামের সাথে বিবাদ চলছিল। ঘটনার দিন দুপুরের পর আওলাদ মাঠে কাজ করছিল। এসময় তার বড় ভায়ের তিন ছেলে মাঠে গিয়ে কোদাল দিয়ে পিটাতে থাকে। এক পর্যায়ে মাথায় কোদালের আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, নিহত হওয়ার সংবাদ পেয়ে হাসপাতালে এসেছি। এখন মরদেহ মর্গে পাঠানো হবে। হত্যাকারীদের গেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ছয় মাস আগে থেকে জমিটি নিয়ে বিবাদ চলছে। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় পুলিশ ক্যাম্প ও সামাজিকভাবে একাধিকবার শালিস বৈঠক হয়েছে বলেও যোগ করেন এই পুলিশ অফিসার।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com