ঝিনাইদহে নেশাগ্রস্ত সন্তানের বেধড়ক মারপিটে বিলকিস খাতুন (৪৫) নামের এক মা নিহত হয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ছেলে সাকিব ওরফে লাদেনকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করে পুলিশ। নিহত বিলকিস সদর উপজেলার চুটলিয়া গ্রামের রাজমিন্ত্রী রেজাউলের স্ত্রী।
স্থানীয়রা জানান, সোমবার (১০ নভেম্বর) দুপুরে লাদেন (২০) তার মা বিলকিসের কাছে ১০হাজার টাকা দাবী করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লাদেন তার মাকে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। পরে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে তাকে বাথরুমে ফেলে রাখে।
এ সময় প্রতিবেশীরা বিলকিসকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘাতক লাদেনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com