ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাজার গোপালপুরে যুবলীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মধুহাটি ইউনিয়ন যুবলীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন। সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহিম খলিল রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আজাদ সম্রাট, সাধারন সম্পাদক ও মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েল, সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক হারুন-অর রশীদ।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলেচনা সভা শেষে ২য় পর্বে কমিটি গঠন করা হয়। কমিটিতে আশরাফুল ইসলামকে সভাপতি ও মিন্টু মিয়াকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়। এসময় নেতৃবৃন্দ আগামী ১০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নিদের্শ দেয়। নব-গঠিত এই কমিটিতে স্বাগত জানিয়েছে জেলার সকল রাজনৈতিক সংগঠন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।