সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে প্রেরণা '৭১ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকাল ৯ টায় পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্নার মাগফেরাত কামনায় রিপোর্টার্স ইউনিটির অফিস কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান , সহ সভাপতি লিটন হোসেন, কোষাধ্যক্ষ সবুজ মিয়া,দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সংবাদ পত্র বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন,সদস্য লালন মন্ডল প্রমূখ।
সভা শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহিদের আত্বার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।