ঝিনাইদহ-ভারত সীমান্তে বেড়েছে দালালের উৎপাত, দালালসহ আটক সাত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় দালালসহ ৭ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
১০ই সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার খোশালপুর বিওপি এলাকার সীমান্ত লাইন থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভৈধভাবে সীমান্ত পারাপারের সময় দালালসহ ৭ জনকে আটক করেছে। আটককৃত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার লক্ষীপুর গ্রামের শী বিশ্বপদ বিশ্বাসের ছেলে শ্রী নৃপেন বিশ্বাস (২৭), শ্রী নৃপেন বিশ্বাসের স্ত্রী মিতু রানী বিশ্বাস (১৯) একই উপজেলার অনন্তবাদলসো গ্রামের শ্রী কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে শ্রী লক্ষী কান্ত বিশ্বাস (৩৪), বৃষ্ণপদ বিশ্বাসের স্ত্রী তমা জুয়াদ্দার (২৪) এবং ছেলে ক্রিশ বিশ্বাস (০৪), মগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের শ্রী নাতুরাম বিশ্বাসের স্ত্রী শ্রীমতি দিপালী বিশ্বাস (৫৫)।
এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল হিসাবে মহেশপুর উপজেলার বালিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ বিপ্লব মোল্লাকে (৩০) আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা এবং অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24