প্রায় শেষের দিকে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বৈশ্বিক এ মহারণে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
এ ম্যাচে দুই দলের সামনেই থাকছে শেষ চারে জায়গা করে নেওয়ার হাতছানি।
আজকের ম্যাচে যারা জয় পাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে যাবে তারা। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
এফআর/অননিউজ