২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। দীর্ঘ ৪৫ দিন পর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বৈশ্বিক এই মহাযজ্ঞের।
ফাইনালে অপ্রতিরোধ্য ভারতের সামনে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফাইনালে অজিদের সামনে হেক্সা মিশন। অন্যদিকে ভারতের সামনে হাতছানি তৃতীয় শিরোপার।
প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শকের মাঠে টসে জিতেছেন অজি অধিনায়ক কামিন্স। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
ফাইনালে দুই দলই একাদশ অপরিবর্তিত রেখেছে।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস ল্যাবুশেন, জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com