লাল-সবুজের প্রতিনিধিদের কোনো খেলা মানেই দর্শক প্রিয়তা আর ক্রীড়াপ্রেমীদের বাড়তি আগ্রহ। তবে অনেক সময়ই লাল-সবুজের প্রতিনিধিদের খেলা টিভিতে সরাসরি দেখা যায় না। সবশেষ ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সিরিজেও টিভিতে সরাসরি দেখানো হয়নি টাইগারদের ম্যাচ। এ নিয়েই হতাশ ক্রিকেট ভক্তরা। দেশে এখন পর্যন্ত একটি মাত্র স্পোর্টস চ্যানেল রয়েছে। এ ছাড়া অন্য আরেকটি চ্যানেলেও সরাসরি খেলা দেখানো হয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা ফুটবল ফেডারেশনের নিজস্ব কোনো চ্যানেল না থাকায় ওই দুটি চ্যানেলের ওপরই নির্ভর করতে হয় ক্রীড়াপ্রেমীদের।
এবার আরেকটি অর্থাৎ বিসিবির নিজস্ব চ্যানেলের ইঙ্গিত দিলেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার মন্তব্য, বিসিবিও একটি স্পোর্টস চ্যানেল করার চিন্তাভাবনা করছে। বিসিবি সভাপতির ভাষ্য, এবার নিয়ে একবার বা দুবার এমন হয়েছে যে দেশের কোনো টিভি চ্যানেলে খেলা দেখা যাচ্ছে না। তৃতীয়বার আমরা আর অপেক্ষা করতে পারব না। আগামীতে ওরা যদি না দেখায়, কোনো উপায় না থাকলে আমরা (বিসিবি) চালু করব চ্যানেল। সে টিভি চ্যানেলে সবগুলো খেলা দেখাবে, আমাদের যত খেলা আছে, ঘরোয়া লিগসহ।
বিসিবি বস আরও যোগ করলেন, আমরাও চাই বাংলাদেশের সমর্থকেরা খেলা দেখুক। সম্প্রচারের বিষয়টা পুরোপুরি নির্ভর করে হোস্ট (আয়োজক) বোর্ডের ওপর। তারাই এটা চূড়ান্ত করে। আমাদের তেমন কিছু করার থাকে না। বাংলাদেশের কোনো চ্যানেলকে তো কিনতে হবে। যদি না কেনে, ওরা যদি ফ্রি না দেখাতে দেয়, তাহলে তো কিছু করার থাকে না। পাপনের মন্তব্য, আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের হাতে দুটো অপশন আছে। আমাদের ইউটিউবে খেলা দেখানো। আর না হয়, টিভি চ্যানেল খোলা। আমরা যদি এখন আবেদন করি, সবাই বলবে আমরা খেলা দেখাব।
ফরহাদ/অননিউজ