শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এর আগে ৮ মে থেকে বিচ্ছিন্নভাবে কয়েকটি উপজেলায় বৃষ্টিপাত হয়। তবে তার পরিমাণ ছিল খুব কম।
টাঙ্গাইল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক জামাল হোসেন বলেন, টাঙ্গাইলে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দীর্ঘ তাপদাহের পর টাঙ্গাইলে এমন বৃষ্টি হয়েছে। এতে করে জনজীবনে অনেকটাই স্বস্তি ফিরেছে। আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।