দেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পাঁচ রাজনীতিবিদকে ছাত্র-জনতার প্রতীকী ফাঁসির মঞ্চে প্রতীকী ফাঁসি দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতা।
সোমবার (৪ নভেম্বর) ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে ওই প্রতীকী ফাঁসির কর্মসূচি পালন করেন।
প্রতীকী ফাঁসি মঞ্চ তৈরি করে সেখানে পরপর পাঁচটি কুশপুত্তলিকায় ৫ রাজনীতিবিদের ছবি দিয়ে প্রতীকী ফাঁসি দেওয়া হয়। পাঁচ রাজনীতিবিদ হলেন- আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
কর্মসূচি শুরুর আগে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, যেই রাজনৈতিক দলের নিষিদ্ধের আমরা জানাচ্ছি, সেই রাজনৈতিক দলের প্রধানদের ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। আমরা এই ফাঁসির মঞ্চ থেকে এই বার্তা দিতে চাইছি, এটি ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আআকাঙ্খা। সবাইকে আহ্বান যেন কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তি যেন ফিরে না আসে এবং কোনোভাবেই যেন নির্বাচনে অংশ নিতে না পারে। একই সঙ্গে ফ্যাসিস্টদের দোসররা যেন স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ না নিতে পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
এছাড়া যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার, রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করে এসব এমপি মন্ত্রীদের বিচার নিশ্চিত করতে হবে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24