সিলেট মহানগরীর ইসলামপুর চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসের ঘটনায় সেনাবাহিনীর প্রচেষ্টায় ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- আগা করিম উদ্দিন, তার স্ত্রী রুজি বেগম ও তাদের ৬মাস বয়সী শিশুসন্তান তানিম।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন এসএমপি’র শাহপরাণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। তিনি বলেন, তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এর আগে, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনে উদ্ধারকাজে সেনাবাহিনী নিয়োগের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরেই উদ্ধারকাজে সেনাবাহিনীর সদস্যরা আসে।
জানা যায়, সোমবার ভোর ৬টার দিকে টিলাধসের ঘটনাটি ঘটে। এই বাসায় ২টি পরিবার থাকতেন। ভূমি ধসে ঘরের নিচে দুই পরিবারের ৫ জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিসের সহায়তায় এক পরিবারের ২ জনকে মোটামুটি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com