সোনারগাঁ প্রতিনিধি।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতৃবৃন্দ ও নৌকা প্রতিকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এ শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার(১২ আগস্ট) দুপুরে হাজারো নেতা-কর্মীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পন শেষে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাজী সোহাগ রনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সহ- সভাপতি আরমান হোসেন মেরাজ, ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, লায়ন মাহবুবুর রহমান বাবুল, হুমায়ূন কবির ভূইয়া, আল আমিন সরকার, আওয়ামীলীগ নেতা মারুফুল ইসলাম ঝলক, আহসান হাবিব টিপু, আরিফুর রহমান রবিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ছগির আহমেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ আহমেদ, সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, ফজলে রাব্বি, নাসরিন সুলতানা ঝরা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, সোনারগাঁ পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক ফয়জুল হাসান বাবু, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভূইয়া সুমন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহম্মেদ আনিস, মামুন আহম্মেদ রাশেদসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এফআর/অননিউজ