টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার কমিটি ২০২২-২০২৩ গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে একুশে টেলিভিশনের হুমায়ুন কবির রনিকে সভাপতি এবং জিটিভির সেলিম রেজা মুন্সিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
১৪ মার্চ সোমবার দিবাগত রাতে কক্সবাজারে আনন্দ ভ্রমণ অংশ নেয়া কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
কক্সবাজারের একটি হোটেল কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটি প্রবীণ সদস্য এবং প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আরটিভির গোলাম কিবরিয়া এ কমিটির প্রস্তাব করেন।
নবগঠিত কমিটিতে অন্যান্যদের মধ্যে আরটিভির গোলাম কিবরিয়া এবং যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে সহ-সভাপতি, বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেনকে সহসাধারন সম্পাদক এবং এশিয়ান টিভির দেলোয়ার হোসেন আকাইদকে সাংগঠনিক সম্পাদক, মাছরাঙা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুলকে প্রচার-প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক, বাংলা টেলিভিশনের আরিফুল ইসলাম মজুমদারকে দপ্তর সম্পাদক এবং দীপ্ত টিভির শাকিল মোল্লাকে অর্থ সম্পাদক করা হয়েছে।
এছাড়া এটিএন বাংলা এটিএন নিউজের খায়রুল আহসান মানিক, দেশটিভির এম ফিরোজ মিয়া, এনটিভির জালাল উদ্দিনকে নির্বাহী সদস্য করা হয়েছে। এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।