হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামে টেলিভিশন বিস্ফোরণে একটি বসত পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় ওই গ্রামে এ ঘটনা ঘটে।
ইনচার্জ আরিফুল ইসলাম জানান, রোববার রাতে উবাহাটা এলাকার আনোয়ার আলীর ঘরের টেলিভিশনটি হঠাৎ করে বিস্ফোরিত হয়। এ সময় আগুন লাগে ও পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। এ সময় ঘরে থাকা প্রায় আট লাখ টাকার মালামাল পুড়ে যায়।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে আশপাশের বাড়িগুলোতেও অগ্নিকাণ্ড ছড়িয়ে যাওয়ার শঙ্কা ছিল।