স্থানীয় সময় মঙ্গলবার সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে ডনাল্ড ট্রাম্পের ট্যাক্স রিটার্ন সংক্রান্ত নথি পাওয়ার বাধা কাটল। একে রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্টের পরাজয় হিসেবে দেখা হচ্ছে, যিনি ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন কমিটির ট্যাক্স রিটার্ন জমার অনুরোধকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের কমিটির কাছে ট্যাক্স রিটার্ন জমা দিতে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেয়া বিচারিক আদালতের আদেশ বহাল রেখেছে আমেরিকার সুপ্রিম কোর্ট।
স্থানীয় সময় মঙ্গলবার সর্বোচ্চ আদালতের এ রায়ের মধ্য দিয়ে ট্রাম্পের ট্যাক্স রিটার্ন সংক্রান্ত নথি পাওয়ার বাধা কাটল।
একে রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্টের পরাজয় হিসেবে দেখা হচ্ছে, যিনি ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন কমিটির ট্যাক্স রিটার্ন জমার অনুরোধকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ট্রাম্পের ট্যাক্স রিটার্ন সংক্রান্ত নথি প্রকাশের অনুরোধ করেছিল কংগ্রেসের নিম্নকক্ষের করসংক্রান্ত ওয়েস অ্যান্ড মিন্স কমিটি। এর পরিপ্রেক্ষিতে বিচারিক আদালত নথি জমার নির্দেশ দিয়েছিল।
ওই নির্দেশের বিরুদ্ধে গত ৩১ অক্টোবর জরুরি আবেদন করেন ট্রাম্প। সে আবেদন নাকচ করে বিচারিক আদালতের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট।
ওয়েস অ্যান্ড মিন্স কমিটি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ছয় বছরে ট্রাম্পের ট্যাক্স রিটার্নের তথ্য চেয়েছে। মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেসের নিম্নকক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যাওয়ার আগে ট্যাক্স রিটার্ন সংক্রান্ত কাজ সম্পন্নে খুবই অল্প সময় পাবে ডেমোক্র্যাটদের এ কমিটি।
গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে সামান্য ব্যবধানে এগিয়ে কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকানরা। দলটি জানুয়ারিতে নিম্নকক্ষ ও কমিটির নিয়ন্ত্রণ হাতে পাবে।