যশোরের বেনাপোলের ছোট আচড়ায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জুন) বেনাপোল পোর্ট থানার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে আলিফ ট্রান্সপোর্টে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ককটেল বিস্ফোরণের ফলে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ছোট আচড়ায় ঘরটি ভাড়া নিয়ে ট্রান্সপোর্ট ব্যবসা করতেন লিটন হোসেন ওরফে সোলা লিটন। আলিফ ট্রান্সপোর্টের অফিসের পাশাপাশি সোলার ব্যবসাও করতেন তিনি। লিটন সন্ত্রাসী প্রকৃতির। বৃহস্পতিবার ভোরে এ ঘটনার পর লিটন গা-ঢাকা দিয়েছেন।
এফআর/অননিউজ