ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
অনলাইন ডেস্ক।।

উত্তর কোরিয়া বুধবার (২২ অক্টোবর) বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটল।
গত মে মাসের পর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়ায় লি জায়ে-মিয়ং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও এটি ছিল উত্তর কোরিয়ার প্রথম এ ধরনের উৎক্ষেপণ।
আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামের শীর্ষ সম্মেলনে লি এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেখা হওয়ার কথা রয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথেও দেখা করার কথা রয়েছে ট্রাম্পের।
এর মধ্যেই, বুধবার ভোরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছের একটি এলাকা থেকে উত্তর-পূর্ব দিকে ছোড়া বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়া।
সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সূত্রঃsomoy
আই/অননিউজ২৪।।