মার্কিন নাগরিকদের পাশাপাশি নির্বাচনের ফল নিয়ে আগ্রহ বিশ্বজুড়ে। ইতোমধ্যেই বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষে হয়েছে, চলছে গণনা। বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১০ এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১১৩ ইলেক্টোরাল ভোট। খবর এপির।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জিতলে সম্পূর্ণ নির্বাচন জিতে যাবেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ফিলাডেলফিয়া রেডিও শোতে একথা বলেন তিনি। সেই সঙ্গে রিপাবলিকান ভোটারদের ভোট দেয়ারও আহ্বান জানান ট্রাম্প।
ফিলাডেলফিয়ার টক রেডিও ১২১০ ডব্লিউপিএইচটি-এ রিচ জিওলি শোতে ট্রাম্প বলেন, ‘পেনসিলভানিয়ায় জিতলে আমরা সম্পূর্ণ নির্বাচনটি জিততে পারবো।’
দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় এগিয়ে ট্রাম্প
এবারের নির্বাচনের অন্যতম সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় ভোট গণনা চলছে। অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত ৬৪ শতাংশ ভোট গণনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এতে কমলা হ্যারিসকে ছাড়িয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প।
সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com