চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন।
সোমবার (৬ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বিএসআরএম এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে বিএসআরএমের চেয়ারম্যান রোডের মুখে রেললাইনের পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লেগে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে মত দিয়েছেন স্থানীয়রা। তবে লোকটি স্থানীয় বাসিন্দা নয় বলেও নিশ্চিত করেছেন তারা।
এ বিষয়ে চিনকী আস্তানা রেলওয়ের ঊর্ধ্বতন উপপ্রকৌশলী রিটন চাকমা বলেন, ট্রেনের ধাক্কায় কেউ মারা গেছেন এমন খবর শুনিনি। তবে খবর নিয়ে দেখছি।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আমজাদ হোসেন জানান, মিরসরাইয়ের বিএসআরএম এলাকায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহতের বিষয়টি জানা নেই। খবর নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।তারপর বিস্তারিত বলা যাবে।
এফআর/অননিউজ