ট্রেনে কাটা পড়ে ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল নিহত হয়েছেন। উপজেলার সৈয়দপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল ৬টার দিকে সৈয়দপাড়া নামক গ্রামের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
শাহাজান আলী মোড়ল (৬৫) যশোরে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
গদখালি ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম রিপা বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল প্রতিদিনের ন্যায় ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় পেছন থেকে ঢাকা-বেনাপোল রুটের দ্রুতগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। তার মৃতদেহ রেললাইনের পাশে পড়ে ছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, চেয়ারম্যানের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কি কারণে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি ওসি।
আরএইচ/অননিউজ