সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে।শুক্রবার (২০ মে) দুপুর ১টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দাদা আবদুল মান্নান (৬৫) এবং নাতি জুনায়েদ হোসেন (৮)। তারা উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কাজিপুরা গ্রামের বাসিন্দা।
জামতৈল রেলওয়ের স্টেশন মাস্টার মাগফিন হাসান জানান, দাদা ও নাতি দুজন জামতৈল রেলওয়ে স্টেশনের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এমন সময় ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর ট্রেনের নিচে কাটা পড়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি হারুন অর- রশিদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা নিহতদের মৃতদেহ বাড়িতে নিয়ে গেছেন।