ছেলেকে বাচাঁতে গিয়ে টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কুমিল্লার হোমনার এক মা ও তার শিশুর । বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গী রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হোমনা উপজেলার জয়পুর গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মরহুম সাখাওয়াত হোসেনের ছোট ভাই আনোয়ারের স্ত্রী তাহমিনা ও তার শিশু সন্তান আরিফ (৬)। আরিফ টঙ্গী গাজীপুর একটি কিন্ডারগার্টেন শিশু শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, বৃহস্পতিবার সকালে নিহত তাহমিনা তার ছেলেকে নিয়ে টঙ্গী গাজীপুর একটি কিন্ডারগার্টেন স্কুলে যাওয়ার পথে টঙ্গী রেল ক্রসিংয়ের সামনে এসে পৌছাঁলে ট্রেন আসার কারনে রাস্তার দুই পাশে নিরাপত্তা বেষ্টনী দিয়ে যানচলাচল সহ পথযাত্রীদের থামিয়ে দেয়। তখন মা তাহমিনার হাত ধরে শিশু ছেলে আরিফ দাড়িয়ে থাকে। ট্রেনটি কাছাকাছি আসার মুহূর্তে হঠাৎ করে আরিফ মা তাহমিনার হাত ছেড়ে দৌড় দিয়ে ট্রেনের মূল প্লাটফরমের নিচে পড়ে যায় । সঙ্গে সঙ্গে মা তাহমিনা ছেলেকে বাঁচাতে ছেলের উপর পড়লে এতে মা ও ছেলে দু'জনই নিহত হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ মা ও শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টঙ্গী হাসপাতালে প্রেরণ করেন ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।