আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে নানান কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও রেড ক্রিসেন্ট সোসাইটি।
রোববার সকালে শহীদ মোহাম্মদ আলী সড়ক আশ্রমপাড়া এলাকায় নিজস্ব কার্যালয়ে এই দিবসটি উদযাপন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও রেড ক্রিসেন্টের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সোলেমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক রাজিউর রহমান, নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযুদ্ধা মোজাম্মেল হক, ঠাকুরগাঁও রেড ক্রিসেন্টের সহকারি পরিচালক ও ইউনিট অফিসার মোহাম্মদ মঈনুদ্দীন মঈন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান সৈয়দ শিহাব সহ অন্যান্যরা।
এসময় আমন্ত্রিত অতিথিরা বলেন বাংলাদেশে করোনা কালীন সময়ে সুনামের সাথে ঠাকুরগাঁও রেড ক্রিসেন্ট সোসাইটি জেলার বিভিন্ন স্থানে বিশেষ ভূমিকা পালন করেছে যেটি বলার কোনো ভাষা নেই এবং আগামীতেও করে যাবে।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে করোনা কালীন সময়ে সাধারণ মানুষের পাশে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের মধ্যে বিশেষ ভূমিকা রাখা বিভিন্ন ইউনিটের ১০ জন সদস্যকে বাছাই করে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও টি-শার্ট প্রদান করা হয়েছে ।