আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক একুশে সংবাদ ২০ পদার্পণ অনুষ্ঠান পালন করা হয়েছে। শনিবার বিকেলে একুশে সংবাদ পাঠক ফোরাম আয়োজিত রুহিয়া ডাকবাংলো হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে রুহিয়া প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও কুদরত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আইডল এর কন্ঠ শিল্পী মোং ও খোকা খান।
এ ছারাও আরো উপস্থিত ছিলেন, রুহিয়া প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মঝাহারুল ইসলাম বাদল,সহ-সভাপতি ফারুক হোসেন,সাবেক দপ্তর সম্পাদক কায়সার হোসেন,কোষাধ্যক্ষ ওমর ফারুক লিটন, কার্যনির্বাহী সদস্য আকাশ রহমান,সদস্য সজল আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দৈনিক একুশে সংবাদ পত্রিকার মঙ্গল কামনা করে বলেন, দৈনিক একুশে সংবাদ পত্রিকা দেশ ও জাতির কল্যানে বস্তু নিষ্ঠ সংবাদ প্রচারের জন্য প্রসংশা করেন। বক্তারা আরও বলেন আগামী দিনে দৈনিক একুশে সংবাদ পত্রিকাটি সমাজ এবং দেশের জন্য সঠিক তথ্য দিয়ে আরও সুন্দর বস্ত নিষ্ঠ সংবাদ প্রচারের করবেন বলে আশা করেন।