ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মেধো রানী (৪০) নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী উত্তর ডাঙ্গাপাড়া গ্রামের একটি কাঁঠাল গাছে ওই গৃহবধূর মরদেহটি ঝুলছিল।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, নিহত মেধো রানী ওই গ্রামের চিম্মু চন্দ্র সিংহের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। তার বাবার বাড়ী একই ইউনিয়নের ভান্ডারদহ গ্রামে।

স্থানীয় ইউপি সদস্য অকুল কুমার সিংহ জানান, মেধো রানী মেয়ের বাড়ী থেকে ফেরার পর শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ছোট মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে তার স্বামী পাশের আরেকটি ঘরে ঘুমিয়ে পড়েন। রাতে হঠাৎ তার মেয়ে মাকে দেখতে না পেয়ে বাবাকে জানান। অনেক খোঁজাখুজির পর রোববার সকালে স্থানীয়রা বাড়ীর পাশে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস ঝুলন্ত অবস্থায় ঝুলতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, মেধো রানী মানসিক রোগে ভুগছিলেন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে হয়তো রাগ করে আত্মহত্যা করেছেন তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ