কুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম (বিডি হল) চত্বরে বেলুন উড়িয়ে ও কেক কেটে ওয়ার্ল্ড ভিশনের ৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সুচনা করেন জেলা প্রশাসক মো: মাহাবুবুর রহমান।
পরে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ওয়ার্ল্ড ভিশনের ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম এর সভাপতিত্বে সংস্থাটির ৫০তম বর্ষপূতি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছাড়াও জেলা শিক্ষা অফিসার খন্দকার মো: আবুল কালাম আজাদ, শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা, ওয়ার্ল্ড ভিশনের নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মামুন অর রশীদ সহ ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপকারভোগি সদস্য, শিশু অভিভাবক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
৫০ বর্ষ পুর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশনের দীর্ঘ পথ চলায় সকলের সহযোগিতা ও আন্তরিকতার তুলে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়ার্ল্ড ভিশনের ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম। এসময় বক্তারাও ওয়ার্ল্ড ভিশনের সার্বিক কার্যক্রমের সাধুবাদ জানান এবং জেলার আর্থ-সামাজিক উন্নয়নে সংস্থাটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়েশা আক্তার/অননিউজ24