ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করল আরএসডিও
ঠাকুরগাঁও প্রতিনিধি।।
৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করেছে ঠাকুরগাঁওয়ের আর.এস.ডি.ও আনন্দ প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্র।
জাতীয় প্রতিবন্ধী দিবস পালনের লক্ষে শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও সড়কে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে স্কুল চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আর.এস.ডি.ও আনন্দ প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রের পরিচালক ইকলিমা খাতুন মিনা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ৩নং আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এন্টুনি ডেভিড নীলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপনের শুভ সুচনা করেন আর.এস.ডি.ও আনন্দ প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা।