কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও-এ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে গনঅনশন কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার আয়োজনে গণঅনশনে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, আবু তাহের দুলাল, সাংগঠনিক সম্পাদক এসএম মজিদুল ইসলাম, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. জয়নাল আবেদীন, জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি নুর ইসলাম নুরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েসসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।
আহসানুজ্জামান সোহেল/অনউনিউজ24।।